সাঈদুর রহমান লিটন
মরিচ বাজার গরম এখন
কিনতে পকেট খালি,
তরকারি রোজ খাচ্ছে সবাই
দিয়ে জোড়া তালি।
আলুর বাজার সোনার মত
যায়না এখন কেনা,
আলু কিনতে গরীব মানুষ
হচ্ছে রোজই দেনা।
পিঁয়াজের ঝাঁঝ লাগছে বুকে
গরীব লোকে কাঁদে,
পিঁয়াজ ছাড়াই এখন লোকে
মাছ তরকারি রাঁধে।
উচ্ছে পটল যায়না কেনা
চড়া দামের ডরে,
বাজার থেকে ফিরে মানুষ
সবজি বিহীন ঘরে।
গরীবের দিন কষ্টে কাটে
সবজি ছাড়া খেয়ে,
ধনী লোকে বাজার করে
গরীব থাকে চেয়ে।