দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিবাদ সভা ॥ রায়হান হত্যাকারী প্রধান আসামী আকবর গংদের গ্রেফতারের দাবী

5

শীর্ষ দুর্নীতিবাজদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান, রায়হান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, সিলেট ও কক্সবাজার থানার ওসিদের বিষয় সম্পত্তি হিসাব সরকারের নিকট দাখিল এবং তা গণমাধ্যমে প্রকাশ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিরাট প্রতিবাদ সভা গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার ৩টায় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। এ সময় নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা প্রতিবাদ সভায় যোগদান করেন।
প্রতিবাদ সভায় বক্তারা পুলিশ কাস্টরিতে নওজোয়ান রায়হানের নির্মম হত্যার ঘটনায় সিলেটবাসীর ন্যায় গোটা দেশবাসী বিক্ষুব্ধ। এই নিষ্ঠুর ঘটনার দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না। জনরোষ ঠেকাতে অবিলম্বে রায়হান হত্যাকারী আকবরগং ও তার আশ্রয়-প্রশ্রয়দাতাদের শাস্তি দেখতে চাই দেশবাসী। পাশাপাশি সিলেট জেলা ও এসএমপি এবং কক্সবাজার থানার সকল ওসিদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল ও গণমাধ্যমে তা প্রচার করার জোর দাবী জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন রশীদ এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, অনলাইন প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনুরঞ্জন তালুকদার, দক্ষিণ সুরমা শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধুরী সুহেল, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলা উদ্দিন আলো, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, শহীদ রায়হানের মামা তারেক আহমদ বিলাস, চাচতো ভাই তানভীর আহমদ, হাবিবুর রহমান হাবিব এডভোকেট, কেন্দ্রীয় সদস্য কয়েছ আহমদ সাগর, শাহিদুর রহমান জুনু, রফিকুল ইসলাম সিতাব, আমিরুল হোসেন চৌধুরী আমনু, মোঃ আরশ আলী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, যুব ফোরামের কেন্দ্রীয় ইসমত ইবনে ইসহাক (সানজিদ), সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার রিখন,সহ সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুছ খাঁন, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, যুব শ্রমিক নেতা আদনান খাঁন হেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি