ওসমানীনগর থেকে সংবাদদাতা :
আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের উদ্যোগে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল- ৬জন উপকারভোগীকে ১টি করে সেলাই মেশিন, ৩১টি কিশোরী ক্লাবকে উপকরণ, ৫জন মা-কে হাত ধোয়ার উপকরণ, পুষ্টি সমিতির ৫ জন সভাপতিকে বক্স বিতরণ, ৩জন গর্ভবতী মা-কে পুষ্টি বাটি বিতরণ ও আরও ৩জন মা-কে ফুট প্লেট বিতরণ করা হয়। এছাড়া উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় সুচনা প্রকল্পের পক্ষ থেকে বালাগঞ্জ-ওসমানীনগরের ১৪টি ইউনিয়নের হত দরিদ্র ১৪টি পরিবারের মধ্যে মা ভেড়া বিতরণ করা হয়েছে।
১৮ অক্টোবর উমরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফসানা তাসলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপকরণগুলো বিতরণ করেন। উপকরণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সুচনা প্রকল্পের বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার ইউপিসি মো. মিজানুল হক, প্রকল্পের নিউট্রেশন অফিসার সাদিয়া আক্তার, ঝন্টু পাল ও উমরপুর ইউনিয়ন পরিষদের সচিব মারুতি নন্দন দাম। এছাড়া উমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপকারভোগীরা সদস্যরা উপস্থিত ছিলেন।
উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, আব্দুর রকিব, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহকারী তৈয়ব মিযা, সুচনা প্রকল্পের বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার ইউপিসি মো. মিজানুল হক, প্রকল্পের নিউট্রেশন অফিসার ঝন্টু পাল, পিএসআইএসও সফিকুল ইসলাম, এমইকেএমও শফিকুল আলম, ইউসি মো. আসলাম উদ্দিন, টিও-এইচকেআই রফিকুল ইসলাম ও টিওএস শাহিনুর হাসান প্রমুখ।