ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

9

সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেট শাহী ঈদগাহ শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ১০ অক্টোবর রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি শ্রমিকনেতা কাশেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, শ্রমিক নেতা মখলেছুর রহমান, রুবেল আহমদ, আইয়ুব আলী, শহীদুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ীরা নিজের একক স্বার্থে ব্যাটারি চালিত রিক্সা চলচলে পৃষ্ঠপোষকতা করছেন। তাদের সহযোগিতার কারণে সাধারণ রিক্সা চালকদের আয়-রোজগার কমে গেছে। এতে রিক্সা চালকরা মানবেতর জীবন যাপন করছেন। বক্তারা আরো বলেন, ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও তাদের চোখকে ফাঁকিয়ে রিক্সা চলাচল করছে। মানবিক দিক বিবেচনা করে নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি