দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশে ধর্ষণ মহামারী হয়ে দেখা দিয়েছে। এমন কোনও দিন নেই যেদিন ধর্ষণের ঘটনা ঘটছে না। ধর্ষণ ঘৃণ্য অপরাধ। এর শাস্তি মৃত্যুদন্ড। অথচ আমাদের দেশে এই ঘৃণ্য অপরাধটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, নেই আইন কার্যকর করার কোনও বিশেষ ব্যবস্থা। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, অবক্ষয়ের বিরুদ্ধে, সামাজিক অনাচারের বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানোর কথা, প্রতিবাদ করার কথা, ক্ষমতাসীন দলের সেই নেতাকর্মীরাই এই ধর্ষণের সাথে জড়িত। তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি গত ৯ অক্টোবর শুক্রবার রাতে জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও রিয়াজুল করিম নয়নের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম আহবায়ক সজিব আহমদ, জুবের আহমদ, সদস্য আব্দুল লতিফ তাহমিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোফাজুল হোসেন পিরু, বিএনপি নেতা মুক্তার আহমদ মেম্বার, আজাদ মিয়া, গিয়াস উদ্দিন, জেলা যুবনেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, জেলা যুবদল নেতা জুবের আহমদ, শাহজাহান মিয়া, রাসেল আহমদ। উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের সদস্য জালাল আহমদ, যুবদল ও ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, আবুল হাসান রাসেল, নুরুল হোসেন সুজন, রুহুল আমীন, রুনু মিয়া, সুজন আহমদ, আবিদ নুর, মিজানুর রহমান চৌধুরী, নাঈম আহমদ, জয়নাল আবেদিন, সানুর আহমদ, জুনেদ আহমদ, বাসির হোসেন, জুনেদ মিয়া প্রমুখ সহ জালালপুর ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি