ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মধ্যবর্তী উত্তর কালনীচর গ্রামে একটি মসজিদের পুনঃনির্মাণ কাজ বন্ধ করতে একটি কুচক্রী মহল নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। শতবর্ষী এই মসজিদটির পুনঃনির্মাণ কাজে বার বার সমস্যা তৈরি করছে ওই কুচক্রী মহল। শুক্রবার ওসমানীনগর-জগন্নাথপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে উত্তর কালনীচর গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন গ্রামবাসীরা। লিখিত বক্তব্যে গ্রামবাসীর পক্ষে মোবারক হোসেন মেন্দি বলেন, দুই উপজেলার অন্তর্গত উত্তর কালনীচর গ্রামে রয়েছে একটি শতবর্ষী মসজিদ। মসজিদটি পুরাতন হওয়ায় আমারা গ্রামবাসীরা সম্মেলিত ভাবে তা পুনঃনির্মাণের উদ্যোগ নেই। এরই ধারাবাহিকতায় দেড় বছর আগে কাজ শুরু হলে মসজিদ কমিটিকে কেন্দ্র করে একটি মহল নির্মাণ কাজে বিঘœতার সৃষ্টি করছে। ধারাবাহিক নানা চক্রান্তে ব্যর্থ হয়ে সম্প্রতি ওই মসজিদের ইমামকে নিয়ে নোংরা অপপ্রচার চালাচ্ছে। তাদের এমন হীন কর্মকান্ডে গ্রামেরও সুনাম নষ্ট হচ্ছে। চিহ্নিত চক্রটির অব্যাহত অপপ্রচারের ধর্মপ্রাণ মুসল্লীদের মনে আঘাত করেছে। তারা শুধু অপপ্রচার চালিয়ে হয়নি, মিথ্যাকে সত্য বানাতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশ করেছে। যা দেখে আমরা গ্রামবাসীরা মর্মাহত।মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরুর পর থেকে উত্তর কালনীচর গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীদের নানা ভাবে হয়রানী করছে প্রভাবশালী এই মহল। তাদের কারণে গ্রামের অসহায় মানুষরা শান্তি ঘুমাতে পারে না। তারা প্রভাবশালী হওয়ায় অনেকেই তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। আমরা গ্রামবাসীরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই চিহ্নিত কুচক্রী মহলের সুষ্ঠু বিচার দাবি করছি। বিষয়টির দ্রুত তদন্ত পূর্বক কুচক্রী মহলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জুনাইদ আহমদ বলেন, চিহ্নিত ওই মহলটি মসজিদ কমিটিতে স্থান না পেয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে। তাদের অপকর্মে গ্রামের প্রতিটা মানুষ অতিষ্ঠ। তারা মসজিদের সংস্কার কাজ আঠকাতে না পেরে মরিয়া হয়ে উঠে সংশ্লিষ্ট বিষয়ে চালিয়ে যাচ্ছে নানা অপপ্রচার। তদন্ত পূর্বক মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি। সম্মেলনে গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সদস্য ইছকন্দর আলী, একরাম উদ্দিন, এখলাছুর রহমান, আমিনুল ইসলাম মুহিব, মানিক মিয়া, লুৎফুর রহমান, আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য শওকত আলী, উত্তর কালনীচর গ্রামের ক্বারী লিয়াকত আলী, দুরুদ মিয়া, মুহিবুল, আব্দুল মজিদ, বশির উদ্দিন, ছাবু মিয়া, আকাইদ আহমদ, হাফিজ মাছুম আহমেদ, নুর মিয়া, ছইল মিয়া, বিলাল মিয়া, মাহমদ হোসেন, জমির আলী, কাদির মিয়া, বশির মিয়া, আনহার মিয়া, রেজাউল করিম রাজন, আব্দুল ওয়াহিদ, সিজিল মিয়া ছাড়্র উত্তরকালনিচর গ্রামের শতাধিক বাসিন্দারা।