বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

10
বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
চলাচলের অনুপযোগী ‘বিশ্বনাথ-জগন্নাথপুর’ সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) সকাল ১১টায় বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া সেতুর উপর বিশাল এ মানববন্ধন কর্মসসূচি পালন করেন বিশ্বনাথবাসী।
‘উপজেলাবাসী ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী দুই মাসের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে থাকা গাছ কর্তন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চলমান সংস্কার কাজ করা না হলে সর্বস্তরের উপজেলাবাসীকে সাথে নিয়ে ‘আমরণ অনশন’ করা হবে। এছাড়া বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কসহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার এবং দশঘর ও দেওকলস’ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবিও জানান বক্তারা।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এসএ সাজুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে আজাদ খান, ‘সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-সিংগেরকাছ-লামা টুকেরবাজার-লামাকাজী’ বাস-শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী মেম্বার, ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া ও নজরুল ইসলাম দুলাল, বিশ্বনাথ মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল আলিম মাছুম, পল্লী ফোরামের চেয়ারম্যান আলী আনহার শাহান, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা বাবুল মিয়া, সংগঠক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা সাজিদুর রহমান ও মাহফুজুর রহমান সালমান।