স্টাফ রিপোর্টার :
নগরীর ইলেক্ট্রটিক সাপ্লায় রোডে, শহরতলীর মইয়ারচর এলাকা, কালিঘাট, বাগবাড়ী ও দক্ষিণ সুরমার আলমপুর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়, গাঁজা, ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী, দেশীয় তৈরীর পাইপগান ও ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত দু’দিনে ও রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জের নবীগঞ্জ থানার কামারগাঁও এলাকার মো: আব্দুল গাফ্ফারের পুত্র বর্তমানে ইলেক্ট্রিক সাপ্লাই রোডের বাসিন্দা মো: তোফায়েল আহমেদ (২৯), জালালাবাদ থানার সোনাতলা গ্রামের ছইল মিয়ার পুত্র মো: খালেদ আহমেদ (২৫), সুনমাগঞ্জের ছাতক থানার ছাতক চুনঘরের মৃত নূরুল ইসলামের পুত্র মো: বিপব হোসেন (৪২), নগরীর কানিশাইল এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র মো: পারভেজ আহমেদ (২১) ও বিয়ানীবাজার থানার উত্তর আকা খাজনা এলাকর মো: ইসলাম উদ্দিনের পুত্র ইমন আহমদ (২৫)।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে র্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোড়ে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানার ১১ নং (১৩/০৮/২০২০) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোঃ তোফায়েল আহমেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে মামলাটি মৌলভীবাজার জেলার সদর থানায় হওয়ায় উক্ত আসামীকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন রাত ৯ টার দিকে র্যাবের অপর একটি দল জালালাবাদ থানার মইয়ারচর সোনাতলা বাজারস্থ “মা বেডিং এন্ড ফোম হাউজ” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪১৫ গ্রাম গাঁজাসহ মোঃ খালেদ আহমেদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে জালালাবাদ হস্তান্তর করা হয়েছে। এর আগে র্যাবের আরেকটি দল বিকেল পৌনে ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর কালিঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার দায়রা নং- ১০৮৮/১৯ নং মামলায় মোঃ বিপ¬ব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ওইদিন হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বাগবাড়ি এলাকাস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর মেইন গেইটের সামনে থেকে অস্ত্র ব্যবসায়ীসহ মোঃ পারভেজ আহমেদকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে এ সময় ১টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গতকাল শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল মোগলাবাজার থানার আলমপুর বাগান বাড়ির সামনে পাক রাস্তার উপর থেকে ৬১ বোতল ফে›িসডিল উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী ইমন আহমদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে মোগলাবাহজার থানায় হস্তান্তর করা হয়েছে।