শ্রাবণ দিনে

13

ফেরদৌসী খানম রীনা

শ্রাবণ দিনে নীল আকাশে
ভাসছে মেঘের দল,
পুকুর ডোবায় উপছে
পড়ছে বৃষ্টির জল।

শ্রাবণ দিনে বৃষ্টি পরে
মিষ্টি মধুর সুরে,
রিমঝিম বৃষ্টির শব্দে
মন থাকে না ঘরে।

পাখিরা সব চুপটি করে
বসে গাছের ডালে,
জেলেরা সব মাছ ধরায়
ব্যস্ত নিজের জালে।

সূর্য মামা দেয় না আলো
হারালো কোথায়!!
হংস-মিথুন খেলা করে
বিল-ঝিল, ডোবায়।

শাপলা -শালুক ফুটেছে
স্বচ্ছ ঝিলের জলে,
মাঝি মনের সুখে গান গেয়ে
নৌকা বেয়ে চলে।

পল্লী বধূরা নকশি কাঁথায়
নানান চিত্র আঁকে,
সুঁইয়ের ফোঁড়ে মন মাধুরির
সৌন্দর্য ধরে রাখে।

রাস্তা-ঘাট শ্রাবণের জলে
কাদায় ভরে থাকে,
কৃষক ভাইয়ের কাজ নাই
ঘুমিয়ে স্বপ্ন দেখে।

মুড়ি-মুরকি ভাজার ধুম
পল্লীর ঘরে ঘরে,
দূরের ওই পুকুরে মাছেরা
ছুটোছুটি করে।

সারাদিন মেঘলা আকাশে
গুড়ুম গুড়ুম ডাকে,
শিল্পী তার কল্পনার মাঝে
অপূর্ব ছবি আঁকে।