স্টাফ রিপোর্টার :
বৈদ্যুতিক গোলযোগের কারণে সিলেট বেতার কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়ার ৪ ঘন্টা পর পুণরায় সরকারি এই গণমাধ্যমের সম্প্রচার চালু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে সবকিছু স্বাভাবিক হয় বলে জানান বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম। এর আগে বুধবার সকাল ৮টার পর হঠাৎ করে সিলেট কেন্দ্রের সকল সম্প্রচার বন্ধ হয়ে যায়।
জানা যায়, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিজস্ব সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত সকাল ৮ টার ইংরেজি সংবাদের পর থেকে বন্ধ হয়ে যায় দুই চ্যানেল ৮৮.৮ এফ এম ও ১০৫.২এফ – এম এর সম্প্রচার। পরবর্তীতে আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি চ্যানেল শুরু করে তাদের সম্প্রচার কার্যক্রম।
এ ব্যাপারে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম বলেন, আমাদের অফিসের ভেতরে থাকা সাব ষ্টেশনের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটায় সাময়িক সময়ের জন্য সিলেট কেন্দ্রের সম্প্রচার বন্ধ থাকে। মেরামতের পর ১২টা থেকে সম্প্রচার চলে।