কাজিরবাজার ডেস্ক :
আগামী ৪ আগষ্ট (মঙ্গলবার) থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় দৈনিক আরব টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বাংলাদেশ কুয়েতে ফ্লাইট পুনরায় চালু করবে। এর জন্য দুবাইয়ে বিমানের সংখ্যা প্রতি সপ্তাহে ৩ থেকে বাড়িয়ে ৫-এ উন্নীত করা হয়েছে।
আরব টাইমসকে তাহেরা খন্দকার বলেন, আমরা ৪ আগষ্ট থেকে প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত রুটে সাপ্তাহিক একটি নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।
গত ২১ শে জুন চলমান কোভিড -১৯ মহামারির কারণে লন্ডন, দুবাই এবং আবুধাবি প্রায় তিন মাসের দীর্ঘ ফ্লাইট স্থগিতাদেশ পুনরুদ্ধারের পরে চতুর্থ আন্তর্জাতিক গন্তব্য হিসাবে কুয়েতে ফ্লাইট পুনরায় চালু করবে জাতীয় পতাকাবাহী বিমান। দৈনিক অনুসারে, বিমানটি এখন থেকে সাপ্তাহিক ঢাকা-দুবাই-ঢাকার গন্তব্যে পাঁচটি সাপ্তাহিক বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।