আনোয়ার আল ফারুক
আমরা যখন ছোট্ট ছিলাম
সেই সোনালী দিনে,
কাঁঠালপাতার টাকা দিয়ে
আনতাম সবই কিনে।
কলাপাতার ঘর বানিয়ে
থাকতাম কতো সুখে,
কখনো’যে থাকতাম নাতো
একটুখানি দুখে।
গাছের ডালে চড়ে চড়ে
খেলতাম গাড়ি গাড়ি,
একটুখানি অমিল হলে
তার সাথে দিই আঁড়ি।
দুপুর হলে দল বেঁধে সব
নামতাম পুকুর জলে,
ডুব সাঁতারে চলে যেতাম
ঠিক পুকুরের তলে।
বিকেল বেলা হল্লা করে
ছুটতাম খেলার মাঠে,
সন্ধ্যা নামলে খেলা শেষে
ফিরতাম সবে পাঠে।
জ্যোৎস্না রাতে চাঁদের সাথে
ভাব জমাতাম কতো,
মধুর স্মৃতি গাঁথা আজো
হৃদে শতো শতো।
সেই শৈশবের কথাগুলো
যায় কী আদৌ ভোলা?
মনমননে স্মৃতিরা আজ
দেয় যে সুখের দোলা।
এমন সুখের সোনালী দিন
আর কী খুঁজে পাবো?
এমন সুযোগ থাকলে পরে
সেই অতীতে যাবো।