এডভোকেট ফয়েজ ও রোকশানা দম্পতির সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির দোয়া মাহফিল

35
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতি সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এবং তার সহধর্মিনী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজের রোগমুুক্তি ও আশু সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এবং গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকা তার সহধর্মিনী সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার এডভোকেট রোকশানা বেগম শাহনাজ এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। সোমবার বাদ আসর কদমতলী জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল সহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে এডভোকেট এটিএম ফয়েজ ও এডভোকেট রুকশানা বেগম শাহনাজের রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, লঞ্চডুবিতে নিহতদের মাগফেরাত কামনা ও করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা যুবদল নেতা ফখরুল ইসলাম রুমেল, বিএনপি নেতা ডা: এমামুর রহমান, মোস্তাক আহমদ, মামুন আহমদ, আব্দুল হাছিব, রুহেল আহমদ কালাম, মকসুদ মেম্বার, মাসুম পারভেজ, ছাত্রদল নেতা আবু রায়হান রাজু, আজহারুল ইসলাম খান সামি, জিবান আহমদ বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি