নবীগঞ্জে সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত, শাখা লকডাউনের দাবী

6

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় পর পর ২ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় কর্মকর্তা কমর্চারীদের মধ্যে আতংক বিরাজ করছে। সোনালী ব্যাংক কর্মকর্তাসহ উপজেলায় এ পর্যন্ত ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টায় ব্যাংক কর্মকর্তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
নতুন করে করোনা আক্রান্ত রোগী হলেন নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার অফিসার ইমরান আহমেদ। ইতিপূর্বে গত ১০ মে আব্দুস সামাদ নামে আরেক অফিসার আক্রান্ত হয়েছিল, তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন। এদিকে গত ০২ জুন নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা শনাক্ত হওয়া ও পর পর ২ জন কর্মকর্তা করোনা শনাক্ত হওয়ায় নবীগঞ্জ উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ সদর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম জানান, পর পর ২ জন আক্রান্ত হওয়ায় আমরা আতঙ্ক আছি। শাখা লকডাউনের ব্যপারে আমরা উপজেলা প্রশাসন সহ উপরে মহলে কথা বলেছি।সিদ্ধান্ত আসলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত ৩ জন ব্যাংক কর্মকর্তা সহ উপজেলায় মোট ২৭ জন করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্ত ব্যাংক কর্মকর্তার বাসা সিলেট হওয়ায় তাকে সিলেট নিজ বাসার আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৯ দিন পর নমুনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংকের সব কর্মকর্তার কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে।