বিশ্ব পরিবেশ দিবস ও অর্ধযুগ পূর্তি উদযাপন ॥ ভূমিসন্তান বাংলাদেশ’র প্রাণীসেবা

22
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ বিষয়ক সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ প্রতিষ্ঠার অর্ধ যুগ পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে প্রাণী সেবা কর্মসূচি পালন করা হয়েছে। প্রাণী সেবার উদ্দেশ্যে নগরীর সৈয়দ চাষনী পীর (র.) মাজার এলাকায় বসবাসরত বানরদের খাবার প্রদান করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২০ ও পরিবেশ বিষয়ক সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ এর প্রতিষ্ঠার অর্ধযুগ পূর্তি উপলক্ষে ৭দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে প্রাণিসেবা কর্মসূচি পালন করা হয়েছে।
প্রাণীসেবার উদ্দেশ্যে শনিবার (৬ জুন) বিকেলে নগরীর সৈয়দ চাষনী পীর মাজার এলাকায় বসবাসরত বানরদের খাবার প্রদান করেন ভূমিসন্তান বাংলাদেশ এর কর্মীরা।
কর্মসূচির বিষয়ে ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, অসংখ্য নাগরিক প্রাণী শহরে বসবাস করেন যারা এখন খাদ্য সংকটে রয়েছেন। তাদেরকে কিছু খাদ্য সহায়তা প্রদানে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় ভূমিসন্তান বাংলাদেশের কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনিস রহমান ও সাধারণ সম্পাদক সজল ছত্রী।
আব্দুল করিম কিম বলেন, ‘দেশে পরিবেশ নিয়ে কাজ করার অনেক সংগঠন প্রয়োজন। গ্রামে গ্রামে, তরুণদের, যুবকদের, কিশোরদের সংগঠন গড়ে ওঠা প্রয়োজন। প্রত্যেকটা এলাকায় এ রকম সংগঠন গড়ে উঠলে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে উঠবে’।
বিশ্ব পরিবেশ দিবস ও ভূমিসন্তান বাংলাদেশ’র অর্ধযুগ পূর্তিকে সামনে রেখে ৫ জুন থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। প্রথমদিনে সিলেট নগরীর সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম পালন করা হয়। বিজ্ঞপ্তি