৪৩ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাসের হার কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই

6

স্টাফ রিপোর্টার :
সিলেট শিক্ষা বোর্ডের অধিনে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাসের তালিকায় স্থান পেয়েছে ৪৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ এ সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেউই ফেল করেনি। গত বছর শতভাগ পাস করেছিল ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই হিসেবে এ বছর দ্বিগুণ বেড়েছে। তবে এবারও শূন্য পাসের হারের কোন প্রতিষ্ঠান নেই সিলেট বোর্ডে। সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি। এছাড়া কোনও প্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই। গত ৪ বছরের ফলাফল বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে, শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সর্বাধিক ছিল ২০১৬ সালে। এরপরের বছর শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা কমতে থাকে। ২০১৬ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ৬২ টি। ২০১৭ সালে ছিল ৩৭টি, ২০১৮ সালে ছিল ২৩টি এবং ২০১৯ সালে সিলেট বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২২টি।