একে কুদরত পাশা, সুনামগঞ্জ থেকে :
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম ও মধুরাপুর গ্রামে পৃথক পৃথক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
দিরাই উপজেলার শরিফপুর গ্রামের ছাদ মিয়া ও বাদল মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলছে দীর্ঘ দিন থেকে। এ নিয়ে খুনোখুনিও হয়েছে গ্রামে। দু পক্ষের মধ্যে এ লড়াই যেন শেষ হবার নয়। কোন উচিলা পেলেই সংঘর্ষে জড়িয়ে নিজে অবস্থান জানান দেন তারা তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর থেকে সংঘর্ষে জড়ান তারা এতে আহত হয়েছেন ২৫ জন। খবর পেয়ে পুলিশ এসে তাদের চত্রবঙ্গ করে। এর মধ্যেই চলে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ।
জানা যায়, শরীফপুর লন্ডন প্রবাসী কিবরিয়া দুই বছর আগে পাংগাসিয়া হাওরে একটি বিল্ডিং করেছিলেন এই বিল্ডিংয়ের জায়গা পঞ্চায়েতের দাবি করলে এই নিয়ে দীর্ঘদিন ধরে এই নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। গত দুদিন আগে এ নিয়ে বাদল মিয়া গংদের সাথে গ্রামের পঞ্চায়েত গ্রুপের সেজু মিয়া ও সাদ মিয়া গংদের কথা কাটাকাটি হয় আজ শক্তির পরীক্ষা হলো। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
আঘাত গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আহত গুলনাহার (৬০) নজরুল মিয়া (৫৫), আব্দুল আহাদ (৪৬), মোশাহিদ মিয়া (৪০), শাহজাহান মিয় (৩৬) রাসেল মিয়া (২০), চন্দন মিয়া কে প্রেরণ করা হয়া । এবং আব্দুস মিয়া (৬০), করফুর নেছা (৫০), ছারফুল নেছা (৩৭), রোমেনা আক্তার (২০), গিয়াস উদ্দিন (৬০), মিলাদ হোসেন (২০), নৃপেন্দ্র দাস (৬০), মিলন উদ্দিন (৬০), সৌরভ মিয়া (২৪), জাহেদ মিয়া (২৩), জুনেদ মিয়া (৩৫), লিটন মিয়া (৩৪), সাজু (২৪), তসকির (২০), রায়হান (২০), শ্যামলী (২৪) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে একই সময়ে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুরের গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় মধুরাপুর গ্রামের দিলহক গং ও কামালপুরের নুরজালাল গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে মধুরাপুরের দিলহক মিয়া বাজার থেকে যাওয়ার পথে প্রতিপক্ষ নুরজালাল গংদের মধ্যে কথা কাটাকাটি হয় এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০/১৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের নাম লুৎফুল (২৫) আইনুদ্দিন (৪০), জুবায়ের (২৫), সামসুল (২৭) ও জিয়াবুর (৪২) । বাকিদের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি। আহতদের দিরাই উপজেলা হাসপাতালে ও কয়েকজনকে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এখনো কোন মামলা হয়নি।