শ্রমিকদের মজুরি-স্বাস্থ্য-খাদ্যের নিশ্চয়তা প্রদান, পর্যাপ্ত রাষ্ট্রীয় ত্রাণ সহায়তা নিশ্চিতও শ্রমিক ছাটাঁই বন্ধসহ নানা দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, খাদিমপাড়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড উদ্যোগে ৪ মে (সোমবার) সকাল ১০টায় কুশিরগুল (পীরের চক) এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সদস্য জিতু সেন এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য কাজল কর, কীর্তিবাস ঋষি, ঘনাই পাত্র প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “সারাবিশ্বের মত বাংলাদেশেও এখন করোনা মহামারীতে মানুষের মৃত্যু বেড়ে চলেছে। সিলেটও সেই আক্রমণের বাইরে নয়। করোনা পরিস্থিতিতে শ্রমজীবী-নিম্ম আয়ের মানুষ আছেন চূড়ান্ত খাদ্য ও স্বাস্থ্য সংকটে। সিলেট নগরীর উপকন্ঠে খাদিমপাড়া ইউনিয়ন এর এই ওয়ার্ড এ অসংগঠিত ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি।বর্তমানে সারাদেশ লক ডাউন পরিস্থিতিতে কারণে প্রায় সবাই কর্মহীন। ফলে এক দুর্বিষহ জীবনযাপন করছেন এই এলাকার শ্রমিক পরিবারগুলো। শ্রমিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় রাষ্ট্রীয় ত্রাণ সহযোগিতা। ৮নং পীরের চক ওয়ার্ড এ প্রায় ৪৫০০ এর বেশি পরিবার থাকলেও ত্রাণ দেয়া হয়েছে মাত্র একশ পরিবারে যা খুবই অপ্রতুল ও সামান্য। বাস্তবে অধিকাংশ শ্রমিক পরিবারগুলো ত্রাণ না পেয়ে কষ্টকর ও অমানবিকভাবে দিন কাটাচ্ছে। ফলে প্রতিটি শ্রমিকের রাষ্ট্রীয় ত্রাণ সহযোগিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং করোনা পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ও বিনামূল্যে চিকিৎসার দাবি জানাচ্ছি। এই পরিস্থিতিতে সারাদেশের সচেতন মহল ও মেহনতি শ্রমিক সমাজকে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।” বিজ্ঞপ্তি