শিথিল হচ্ছে লকডাউন, অনুশীলনে ফিরছেন মেসিরা

8

স্পোর্টস ডেস্ক :
দেড় মাসেরও বেশি সময় অতিক্রান্ত পৃথিবীজুড়ে করোনার জেরে শিকেয় উঠেছে খেলাধূলা। স্থগিত ইংল্যান্ড, স্পেন, ইতালি সহ পৃথিবীর প্রথম সারির প্রিমিয়র ডিভিশন লিগগুলো। পরিস্থিতি স্বাভাবিক না হলেও গত দু’মাস ধরে চলা মৃত্যুমিছিলে কিছুটা হলেও লাগাম টানা গিয়েছে। স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে ইউরোপিয়ান ফুটবল। দিনদু’য়েক আগেই মে মাসের প্রথম সপ্তাহ থেকে ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে ইতালি। এবার ইতালির পদাঙ্ক অনুসরণ করে একই সিদ্ধান্ত গ্রহণ করল করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্থ ইউরোপের আরেকটি দেশ স্পেন।
অর্থাৎ, আগামী সপ্তাহ থেকে অনুশীলনের ছাড়পত্র পেলেন মেসি, রামোসরা। গত মঙ্গলবার স্পেনের লকডাউন শিথিল করার ঘোষণা করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। একইসঙ্গে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতিও দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তবে অনুশীলনে ফিরলেও লা লিগা পুনরায় কবে শুরু হবে, তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি এখনও।
যদিও অনুশীলনের ক্ষেত্রেও কয়েকটি ধাপ মেনে চলতে হবে ফুটবলারদের। জানানো হয়েছে, আগামী সোমবার থেকে ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরতে পারবেন ফুটবলাররা। টানা এক সপ্তাহ ব্যক্তিগত অনুশীলনের পর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে সেদেশের কেন্দ্রী স্বাস্থ্যমন্ত্রক। গোটা বিষয়টি পর্যালোচনা করে তারপরেই লিগ চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গিয়েছে।
এর আগে অতিমারী করোনায় প্রায় ২৭ হাজার মানুষের মৃত্যু সত্ত্বেও দেশের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগে চালু করতে অগ্রণী হয়েছে ইতালি। ২৭মে থেকে ২জুনের মধ্যে স্থগিত হয়ে যাওয়া সিরি-‘এ’ পুনরায় চালু করা হবে বলে মনে করা হচ্ছে। লিগ চালু হওয়া নিয়ে যদিও কোনও অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি। তবে ফুটবলারদের আগামী ৪মে থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কোন্তে।
টেলিভিশনে সেদেশের প্রধানমন্ত্রী গত সোমবার জানান, ‘আগামী ৪মে থেকে ফুটবলাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারলেও দল হিসেবে ক্লাবগুলি অনুশীলন শুরু করতে পারবে আগামী ১৮মে থেকে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে মরশুম শেষ করার বিষয়টি মূল্যায়ন করা হবে।’