মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় অগ্নিকান্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে মৌলভীবাজার সোনালী ব্যাংক প্রধান শাখা।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যারাতে মৌলভীবাজার এম সাইফুর রহমান সড়কের সোনালী ব্যাংক প্রধান শাখায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, ‘আমি সেন্টাল রোডের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন লোক আমাকে দেখে চিৎকার করছে। সাথে সাথে নেমে দেখি সোনালী ব্যাংক, প্রধান শাখার ভেতরে বিদ্যুৎতের স্পার্কিং করছে। ভেতর থেকে ধোয়া ও পোড়া গন্ধ বের হচ্ছে। সাথে সাথে ফোন দেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগকে। তারা আমার ফোন পেয়ে তড়িৎ ঘটনাস্থলে আসেন। বিদ্যুৎ বন্ধ করা হয়। নতুবা বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতো।’
এ ব্যাপারে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীন আহমদ বলেন, ‘আমরা খবের পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছিলো।’