করোনা ভাইরাস এর কারণে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন বাংলাদেশ সরকার। অনেক হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার লক ডাউনের কারনে তারা কাজে যেতে পারছেন না। সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তিরাও খাদ্য সহায়তা প্রদান করছেন। মানবতার এই শ্রেষ্ঠ উদাহরণ হলো মানব সেবা। এরই মধ্যে সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়ার ঈশা মিডিয়ার পক্ষ থেকে ২য় ধাপে দুই শতাদিক হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। সাহেদ মোশারফ সিলেটি নাটকে একজন জনপ্রিয় অভিনেতাই নয় অভিনয়ের পাশাপাশি তিনি অসহায় মানুষের মাঝে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নাট্য অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়া বলেন, এখন কেউ ভিখারী নয় সবাই পরিস্থিতির শিকার। আমি মনে করি এখন মানুষের পাশে মানুষ হিসেবে দাঁড়ানো আমার নৈতিক কর্তব্য। আমি ২য় ধাপে দু শতাদিক পরিবারকে উপহার হিসেবে সামান্য সহযোগিতা করেছি মাত্র। সামনে আরো কিছু আমার সাধ্য মত সহযোগীতা করার চেষ্টা করবো। তিনি আরো বলেন, আমরা যারা এই ভাবে সহযোগিতা করবো কোন মতে যেন যে ব্যাক্তি কে উপহার দেবো তার ছবি যেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করি। এই করোনা মোকাবেলা করা সরকারের একা দায়িত্ত¡ নয় এটা আপনার আমার সবার দায়িত্ব তাই সরকারের নির্দেশনা মেনে চলি। যানিনা এই মহামারিতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা যে যার অবস্থান থেকে সহযোগিতা করি। বিজ্ঞপ্তি