করোনা (কোভিড -১৯)’র থাবায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নিজ দেশের ক্রান্তি লগ্নে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের বেতনের টাকায় কেনা খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন নিম্ন আয়ের মানুষজনের পাশে।
থানার ওসি সহ সকল অফিসার ও কনষ্টেবল নিজ নিজ বেতনের টাকা সংগ্রহের মাধ্যমে এ খাদ্য সহায়তা তুলে দিলেন নিম্ন আয়ের পরিবারের মানুষজনের হাতে।
বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান সহকর্মীদের নিয়ে থানা ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে থানা এলাকার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের ৫০টি পরিবারের সদস্যদের চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবণ, সাবান সহ খাদ্য সহায়তার ব্যাগ তুলে দেন।
এ সময় থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, এসআই দীপংকর বিশ্বাস, এসআই শংকর দাস, এসআই জহুর লাল দও, এসআই মণিতোষ পাল, এএসআই নজরুল ইসলাম, রাজু কুমার বিশ্বাস, কনষ্টেবল শিপু আহমেদ, আব্দুর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি