করোনা ভাইরাস আতঙ্কে অনেকেই এখন কর্মহীন। বেশিরভাগ মানুষই ঘরবন্দি হয়ে পড়েছে। এর ওপর আবার নিত্যপ্রয়োজনীয় বেশকিছু দ্রব্যমূল্যের দামও বেড়েছে অস্বাভাবিক। এমন অবস্থায় অনেক ভাড়াটিয়া তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামে হল্যান্ড প্রবাসী কে এস চৌধুরী মনি তার ৪টা বাড়ির ২০ টি ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন।
কে এস চৌধুরী মনি বলেন, ‘ভাবতেই ভালো লাগছে এই কঠিন সময়ে বেশ কিছু পরিবারের পাশে একটু হলেও থাকতে পেরেছি। একজন বাড়িওয়ালার ভাড়াটিয়াদের ওপর কিছু দায়িত্ব থাকে। আর এখনই সময় সেই দায়িত্ব পালন করার। এখন যদি আমরা একে অপরের পাশে না থাকি তাহলে আর থাকবো কবে?’
তিনি বাড়িওয়ালাদের উদ্দেশ্যে বলেন, ‘ভাড়াটিয়াদের বাসা ভাড়া এক মাস মওকুফ করলে খুব বেশি সমস্যা হবে না যাদের, তারা পুরো বাসা ভাড়া মওকুফ করে দিতে পারেন। যাদের ভাড়া দিয়েই সংসার চলে তারা অর্ধেক ভাড়া মওকুফ করতে পারেন। আপনিও বাঁচলেন তারাও বাঁচলো।’ বিজ্ঞপ্তি