কবির কাঞ্চন
মার্চ এলে হৃদে বাজে
স্বাধীনতার গান
সেই গানেতে উথলে ওঠে
বুকের ভেতর টান।
সে টান আসে শ্রদ্ধা হয়ে
ভালোবাসার সুরে
দেশপ্রেমেরই শক্তি নিয়ে
আসে বছর ঘুরে।
জীবন বাজি করে যারা
রাখলো দেশের মান
তোমার আমার স্বাধীনতা
সেই তাদেরই দান।
হাসিমুখে জীবন দিলেন
গভীর অনুরাগে
তাই তো তাদের স্মরণ করি
একাত্তরের দাগে।