জগন্নাথপুরে ৮ জনকে কোয়ারেন্টাইনে প্রেরণ

10
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বাড়ি থেকে ৮ জনকে কোয়ারেন্টাইনে প্রেরণ করেন।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
উপজেলার পাটলি ইউনিয়নের সাতহাল গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসী নারী সিলেট আইসোলেশন সেন্টারে ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্টে ভোগার পর ২২ মার্চ রোববার মৃত্যু বরণ করেন।
এদিকে-এ ঘটনায় ওই নারীর ৮ জন আত্মীয়-স্বজনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে প্রেরণ করেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত। তারা হলেন সাতহাল গ্রামের আসকর আলীর ছেলে আজিজ মিয়া, একই গ্রামের আলতাবুর রহমানের স্ত্রী শফিকুল বেগম, রুমেন মিয়ার স্ত্রী দুলন বেগম, টুকের বাজার এলাকার আবুল কালামের ছেলে কলিম উদ্দিন, ছাতক উপজেলার ঝিগলি গ্রামের ফজর আলীর স্ত্রী আছিয়া বেগম, ছেলে জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও একই গ্রামের মৃত তছকির আলীর স্ত্রী কিতাবুন বেগম। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত বলেন, তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। শর্ত ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।