করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইসকন সিলেটের দু’টি গেটের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যটি দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট সময় ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের প্রবেশ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসকন সিলেটের কমান্ডার ঈশান নিমাই দাস ব্রহ্মচারী জানান, সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রদুর্ভাব দেখা দিয়েছে।এর পরিপেক্ষিতে মন্দিরের অভ্যন্তরের করোনা ভাইরাস রোধকল্পে সতর্কতামূলর ব্যবস্থা হিসেবে রবিবার সকাল থেকে মন্দিরে সাময়িক সময়ের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হবে। বিজ্ঞপ্তি