সিলেট ডায়াবেটিক হাসপাতালে আগত রোগীদের করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতল সম্মুখে বেসিন স্থপন করে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। আধা ঘন্টা পর পর মাইকিং করে আগত রোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নাক্তা উপদেশ প্রদান করা হচ্ছে।
হাসপাতালে আগত সম্মানিত সকলের দৃষ্টি আর্কষণ করছি।
করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে প্রবেশ করার পূর্বে হাসপাতাল সম্মুখে রাখা বেসিনে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে হাসপাতালে প্রবেশ করুন।
হাসপাতাল থেকে বাড়ী ফিরে আবারও সাবান দিয়ে হাত ভাল করে ধুয়ে নিন এবং দৈনিক কয়েকবার পরিবারের সবাইকে নিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন।
নিজে ভাইরাসমুক্ত থাকুন অন্যকে ভাইরাস মুক্ত থাকতে সহায়তা করুন। বিজ্ঞপ্তি