লাকীর ঘুরে দাঁড়ানোর গল্প মার্চ ৮, ২০২০ 25 Facebook Twitter Pinterest WhatsApp আজ আন্তর্জাতিক নারী দিবস। দেশের বিভিন্ন পর্যায়ে নারীরা যেমন সফল তেমনি হচ্ছেন নির্যাতনের শিকারও। তেমনই এক নারী লাকী বেগম। নিজের দুই সন্তানকে মানুষ করতে ও পরিবারের অসচ্ছলতা দূর করতে ২০১৯ সালের এপ্রিল মাসে গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর সৌদি আরবে। ভাগ্য তার পক্ষে ছিল না, কাজে যোগ দেবার পর থেকেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শুরু হয় অমানুষিক শারীরিক নির্যাতন এক পর্যায়ে সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেন পালানোর। সিদ্ধান্ত মতেই পালিয়ে সৌদি আরব পুলিশের কাছে আশ্রয় নেন লাকী। পুলিশ ও দূতাবাসের হস্তক্ষেপে বিদেশ যাত্রার আঠারো দিনের মাথায় শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে দেশে ফেরেন। বাকি দশজন নারীর মত তার জীবনের গল্প এখানেই শেষ হতে পারত। সেটা হতে দেননি লাকী। সিলেট নগরীর কীন ব্রীজ সংলগ্ন আলী আমজদের ঘড়ির পাশে ভ্যানগাড়িতে চা-পানের দোকান খুলে বসেন তিনি। ধীরে ধীরে ব্যবসা জমে উঠে, প্রতিদিন ব্যবসা হচ্ছে হাজার থেকে দেড় হাজার টাকা। পরিবারেও ফিরেছে সচ্ছলতা। ফেলে আসা সেই দিন গুলোর কথা মনে হলে দু‘চোখ বেয়ে অশ্র“ গড়িয়ে পড়ে তার। তবুও প্রবাস জীবনের ক্ষত মন থেকে মুছে ফেলে তিনি এখন একজন সফল নারী। ছবি- মামুন হোসেন