মুজিববর্ষ উদযাপনে জেলা ও মহানগর আ’লীগের সংবাদ সম্মেলন, ২০ দিনের কর্মসূচি ঘোষণা

23
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রথম দফায় ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামের হল রুমে সংবাদ সম্মেলন করে দলের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। কাল শনিবার ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে।
‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ জেলা স্টেডিয়ামে রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েত ও বেলা ২টা ৪৫ মিনিটে মঞ্চ থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন সম্প্রচার। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষনের প্রত্যক্ষদর্শী শ্রোতাদের স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান। প্রতিদিন সন্ধ্যায় শিশুদের দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অংশ বিশেষ পাঠ করানো, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক চারটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারের বিষয়ের মধ্যে থাকবে ‘সিলেটে বঙ্গবন্ধু’, ‘সিলেটে গণভোট ও বঙ্গবন্ধু’, ‘সিলেটের প্রবাসী ও বঙ্গবন্ধুর নেতৃত্ব’ ও ‘বঙ্গবন্ধুর সান্নিধ্যে সিলেটের নেতৃত্ব’।
এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে, শোভাযাত্রা, নগরী আলোকসজ্জা, আবৃত্তি, চিত্রাঙ্কন, ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন, প্রামাণ্য চিত্র প্রদর্শন, শতকন্ঠে বঙ্গবন্ধুর গান, নৃত্য, স্বাধীন বাংলা বেতার ও আবহমান বাংলার গান, ডিজিটাল বাংলাদেশ ভাবনা নিয়ে আইটি কুইজ, মুক্তিযুদ্ধের গল্পবলা, রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা প্রদান, গোলটেবিল আলোচনা, স্মারকগ্রন্থ প্রকাশ ইত্যাদি।
এসব কর্মসূচি পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগকে সহযোগিতা করবে সিলেট চেম্বার অব কমার্স ও উইমেন্স চেম্বার অব কমার্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালের ৭ মার্চ বিকেল ৪ টায় রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ প্রদানের ক্ষণটিতে সিলেট স্টেডিয়ামে অনুরুপ মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মলে সমন্বয়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উদযাপন করা হবে। মঞ্চে ১০জন শিশু কিশোরকে মুজিবকোট পরিয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে দাঁড় করানো হবে , দর্শক সারিতেও শিশু-কিশোররা থকবে। ‘৭ মার্চ রেসকোর্সে আমিও ছিলাম’ ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণা ও সম্মাননা প্রদান করা হবে। প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট ডিজাইন করা মঞ্চে দুই বা ততোধিক শিশু-কিশোরদের দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অংশ বিশেষ পাঠ ও ক্ষণগণনা করে আসন্ন উদযাপনের ঘোষণা দেয়া হবে। প্রতিদিন সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে।
সংবাদ সম্মেলনে আরো জানান, উদ্বোধনী পর্ব-আলোচনা, ঘোষণা, বর্ণাঢ্য উদ্বোধনী নৃত্য। বর্ণাঢ্য র‌্যালী- বঙ্গবন্ধুর বাণী/উক্তি দিয়ে প্লে-কার্ড ফেষ্টুন ও সাজসজ্জাসহ আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা। একশত জন চিত্রশিল্পীর সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন। এছাড়াও রয়েছে ‘সিলেটে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রদর্শন, শতকণ্ঠে বঙ্গবন্ধুর গান (শিশু কিশোরসহ), নৃত্যালেখ্য ও সমবেতনৃত্য, স্বাধীনবাংলার বেতারের গান, বাউল গান ও আবহমান বাংলার গান, হাই স্কুল সমূহের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিজিটাল বাংলাদেশ ভাবনা নিয়ে আইটি কুইজ প্রতিযোগিতা যা একটি বহুমাত্রিক অ্যাপ নির্মাণের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সিলেট তথা সমগ্রদে থেকে ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিতে পারবে। এতে জনগণের ভোটিং পদ্ধতি থাকবে। বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। তাছাড়ও মুক্তিযুদ্ধের গল্প বলা। অনুষ্ঠান মঞ্চে এবং হাই স্কুল সমূহে মুক্তিযুদ্ধাদের মুখে নবপ্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনানো, ‘আমার বঙ্গবন্ধু’ আমার বাংলাদেশ’-শীর্ষক ছাত্র-ছাত্রীদের এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতা এবং ডকুমেন্টেশন, মুুজববর্ষ ও সিলেটের উৎসবের শ্লোগান সম্বলিত ক্যাপ ও টি-শার্ট (বিতরণ ও বিক্রয়ের জন্য), এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচী, চক্ষু শিবির এবং সিলেটে গ্রহণযোগ্য মুজিব অনুসারী ব্যক্তিবর্গকে নিয়ে একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠান পরিচালনা করা। এছাড়া বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে করা হবে ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার হবে চারটি। তা হলো, সিলেটে বঙ্গবন্ধু, সিলেটে গণভোট ও বঙ্গবন্ধু, সিলেটের প্রবাসী ও বঙ্গবন্ধুর নেতৃত্ব ও বঙ্গবন্ধুর সান্নিধ্যে সিলেটের নেতৃত্ব।
এছাড়াও আরো যা থাকবে, একটি স্মারকগ্রন্থ প্রকাশ, শহরের পয়েন্ট সমূহে সাজসজ্জা ও লাইটিং, আলোর মিছিল, বাংলার পণ্যমেলা (অনুষ্ঠানস্থলে), চলচিত্রে-তথ্যচিত্রের বঙ্গবন্ধু (বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ও প্রামণ্যচিত্র প্রদর্শনী।
কর্মসূচি সংক্ষেপ : ৭ মার্চ শনিবার : কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ), ৮ মার্চ রবিবার : সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, ৯ মার্চ সোমবার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ১০ মার্চ মঙ্গলবার: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ১১ মার্চ বুধবার: স্বাধীনতা চিকিৎসা পরিষদ, সিলেট, ১২ মার্চ বৃহস্পতিবার : শিক্ষক সমিতি (হাই স্কুল ও কলেজ), ১৩ মার্চ শুক্রবার: সম্প্রীতি ও সংহতি (ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে), ১৪ মার্চ শনিবার: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এন্ড মিডওয়াইফারী, সিলেট, ১৫ মার্চ রবিবার: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ১৬ মার্চ সোমবার: মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর, ১৭ মার্চ মঙ্গলবার: কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ)
১৮ মার্চ বুধবার: কমন প্রোগ্রাম সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ১৯ মার্চ বৃহস্পতিবার: সিলেট জেলা ও মহানগর যুব লীগ, ২০ মার্চ শুক্রবার: সিলেট জেলা ও মহানগর শ্রমিক লীগ, ২১ মার্চ শনিবার: সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ, ২২ মার্চ রবিবার: সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ২৩ মার্চ সোমবার: সিলেট জেলা ও মহানগর কৃষক লীগ, ২৪ মার্চ মঙ্গলবার: সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ, ২৫ মার্চ বুধবার: কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ), ২৬ মার্চ বৃহস্পতিবার: কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ)।