সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, স্বত:স্ফূর্তভাবে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ সরকারি নির্দেশনা মোতাবেক পালনের আহবান জানান। তিনি আগামী ২৬ মার্চের মধ্যে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ কুশিয়ারা নদীর তীরে বধ্যভূমি স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। এর পাশেই রিভারভিউ এর নির্মাণ কাজ চলছে। উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড যথাযথ ভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামদ চৌধুরী গতকাল ১৩ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, সহকারী কমিশার ভূমি মৌসুমী মান্নান, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান এমরান আহমদ, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সাঈদুর রহমান শামীম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লাকী রাণী দে, যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত কর প্রমুখ। বিজ্ঞপ্তি