গ্রাম আদালতকে কার্যকর করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে – স্থানীয় সরকার উপ-পরিচালক

16
ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম আদালত সহকারীদের রিফ্রেশার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার সিলেট এর উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ এর আওতায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম আদালত সহকারীদের রিফ্রেশার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল ২২ নভেম্বর শুক্রবার সকালে নগরীর বন্দরবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়), ইউএনডিপি, সিলেটের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, সিলেট এর উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। রির্সোসপার্সন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম।
প্রধান অতিথি’র বক্তব্যে মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গ্রাম আদালতকে কার্যকর ও গতিশীল করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিচারিক কার্যক্রমকে সহজলভ্য করতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। গ্রাম আদালত এটাকে সহজ করে দিয়েছে। তাই গ্রাম আদালতের সুফল জনস¤ু§খে তুলে ধরতে ইউ/পি সচিব ও গ্রাম আদালত সহকারিদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি