সুনামগঞ্জ ও দিরাইয়ে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14

ছাতক থেকে সংবাদদাতা :
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন সুনামগঞ্জ জেলা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ সুনামগঞ্জ অফিস প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ওকেক কাটা হয়।
সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সম্পাদক সাংবাদিক মাসুম হলোল,সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আ স ম ফজলুল করিম সাইদ, কোষাধ্যক্ষ প্রভাষক আলমগীর আহমদ তালুকদার, প্রচার সম্পাদক সাংবাদিক আমিনুল হক, সদস্য মোঃ মাইদুল ইসলাম মামুন, মোঃ নুরুল হাসান আতাহার, কবি মিসবাহ, সদর উপজেলা সম্পাদক ফারুক আহমদ, পৌরসভা সুজনের সভাপতি মোস্তাক আহমদ, সদর সাংগঠনিক সম্পাদক আরাফাত আজিজ সজিব, বিশ্বম্ভরপুর উপজেলা সম্পাদক মশিউর রহমান, প্রভাষক দিলিপ কুমার দাস, কামাল আহমদ, কুদরত পাশা প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা।
অপর দিকে দিরাইয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় দিরাই বাজারের বিওসি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি মুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর পরিচালনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রফিকুল ইসলাম, সামছুল ইসলাম সরদার খেজুর দিরাই দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল জলিল, জগদ্ল কলেজের সহকারী অধ্যাপক বদিউজ্জামান, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। সভ শেষে সভাপতির সৌজন্যে সবাই মিষ্টি ভোজন করা হয় । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মিয়া।