মাধবপুরে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

12

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামে ঘর থেকে থেকে তানজিনা আক্তার (১৯) নামে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে তানজিনা আক্তার মাধবপুর উপজেলার সায়হাম কটন মিলে চাকুরি করতেন। চাকরি করার সুবিধার্থে তানজিনা তার বান্ধবীকে নিয়ে ইটাখোলা গ্রামের আকছির মিয়ার বাড়িতে ভাড়া বসাায় থাকতেন।
শনিবার দিবাগত রাতে তানজিনার সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়ঘড়িয়া গ্রামের তানজিনা তার কর্মস্থলে যান। রবিবার সকালে তানজিনা এসে দরজা ধাক্কা দিলে দরজা বন্ধ পায়। পরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের তীরের সঙ্গে তানজিনার লাশ ঝুলে আছে।