গোলাম আযম
আযমী বাবা ঘুমটি ভাঙ্গ
মোয়াজ্জিনে মারে হাক,
অযু করো পড়তে নামাজ
দেয় যে তোমায় ডাক।
থেক না আর ঘুমিয়ে সোনা
মসজিদের পানে চলো,
দু’জনে মিলে পাঞ্জাবি পড়ি
নামাজের সময় হলো।
জামাতে নামাজ পড়লে বাবা
সাতাশ গুণ নেকি হয়,
কাজে কর্মে প্রতিটি সময়
আল্লাহ কে করি ভয়!
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী
পরকালে নাযাত পেতে,
জীবন যাপন কর তুমি
কুরআন হাদিসের মতে।