দক্ষিণ সুনামগঞ্জে খানকা মাহফিল

21
দক্ষিণ সুনামগঞ্জে বিশেষ খানকা মাহফিল এ তালীম-তরবীয়ত প্রদান করছেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

দক্ষিণ সুনামগঞ্জ খানকা মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে “বিশেষ খানকা মাহফিল। এতে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশ্যে তা’লীম-তরবিয়ত পেশ করেন প্রধান অতিথি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে বুরাইয়া কামিল এম.এ মাদরাসার আরবী প্রভাষক (অবসরপ্রাপ্ত) মাওলানা আব্দুল কাদির ঘোড়াডুম্বুরী’র সভাপতিত্বে ও আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক্ব এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সহ-সভাপতি মুহিবুর রহমান এর যৌথ পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর উপদেষ্টামন্ডলীর সদস্য প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন, সৎপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশীদ আহমদ চৌধুরী।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, স্কুল অব এক্সেলেন্স-এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু তাহির মোঃ খালিদ, বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান, আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু নছর মোঃ ইব্রাহিম, জগন্নাথপুর আল জান্নাত ইসলামিক এডুকেশন ইন্সটিটিউট এর অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামী, সৎপুর কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আবুল খয়ের মোঃ নোমান, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান,আরবী প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান ধনপুরী, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কেন্দ্রীয় অফিসের প্রধান কর্মকর্তা মাওলানা জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি দক্ষিণ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, দক্ষিন সুনামগঞ্জ আল-ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, ঘোড়াডুম্বুর মাদরাসার সহ-সুপার মাওলানা নাজমুল হুদা মিছবাহ, উমেদ নগর হযরত শাহজালাল রহ. দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নুর হোসেন, দৌলতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজ উদ্দীন তাজুদ, সিচনী খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মোঃ শাহজাহান, ঘোড়াডুম্বুর মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিয রায়হান আহমদ, হলদারকান্দি হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মোঃ শামছুল ইসলাম,কাবলাখাই হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয রাতিক আলী, ইসলামপুর হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয আবুল হাসনাত ও উমেদ নগর হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয সুলাইমান আহমদ প্রমুখ। খানকা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা দোয়া করা হয়। বিজ্ঞপ্তি