বুয়েটের ছাত্র আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিবিরের বিক্ষোভ

9

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর বন্দরবাজারে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর।
নগর শিবির সেক্রেটারি মামুন হোসাইনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ফরিদ আহমদ বলেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ যে নৃশংস ভাবে সারারাত সাপের মতো পিঠিয়ে হত্যা করেছে তা কোন সভ্য সমাজের মানুষের কাজ হতে পারেনা, তা কোন ছাত্রের কাজ হতে পারেনা। ছাত্রলীগের এ বর্বরতা পশুত্বকেও হার মানিয়েছে। ছাত্রলীগের জন্য এসব নতুন কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর হত্যা, মায়ের পেঠের শিশুকে গুলি করে ঝাজরা করার মতো ঘটনাও ঘটিয়েছে ছাত্রলীগ। এমনকি এই সিলেটেও এমসি কলেজ, সরকারী কলেজের হোস্টেল গুলি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। অবৈধ সরকারের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ নারকীয় কর্মকান্ড পরিচালনা করে আসছে।’
তিনি বলেন, ‘ছাত্র সমাজ তাদের জান-মাল সন্ত্রাসী খুনি ছাত্রলীগের হাতে লিজ দেয় নি। এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র সমাজ আর মেনে নিবে না। শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা সাথে পড়ালেখা করতে চায়, তাই অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।’
মহানগর সভাপতি ফরিদ আহমদ বলেন, ‘আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লেখার কারণে শিবির কর্মী বলতে যাচ্ছেন। তাহলে স্পষ্টতই বুঝা যাচ্ছে- শিবির মানেই আধিপত্যবাদ বিরোধী, শিবির মানেই সম্রাজ্যবাদ বিরোধী, শিবির মানেই স্বাধীনতার পক্ষে, শিবির মানে বাংলাদেশ।’
ইসলামী ছাত্রশিবির এর পক্ষ থেকে আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবী জানাচ্ছি।
এতে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির সভাপতি রেজাউল ইসলাম, জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রাহমান সায়মন প্রমুখ। বিজ্ঞপ্তি