বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ৭১’এর চেতনায় উদ্বুদ্ধকরণ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হলো মুক্তিযুদ্ধ কর্ণার।
২ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রিসিডেন্ট ও বিদ্যালয়ের ভূমিদাতা সৈয়দ এম এ কাইয়ুম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল হক শায়েস্তা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য খলকুজ্জামান, জামাল উদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, ৭ নং ওয়ার্ড সদস্য শাহেদুর রহমান। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পানিগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার শফিক উদ্দিন, কুতুব উদ্দিন, উস্তার আলী, হোসেন আহমদ, মখজিল আলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুল এহসান, সহকারী শিক্ষক সাবিয়া আক্তার, রাবিয়া বেগম শেউলী, রেবিন বেগম, বিদ্যালয় সাপোর্ট গ্র“পের সদস্য আব্দুর রাজ্জাক, মারজান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি