বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীতে এক র্যালী বের করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি সহযোগিতায় সিভিল সার্জন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল আহসানের পরিচালনায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, কুকুর বা অন্য কোন প্রাণী কামড়ালে দ্রুত হাসপাতাল বা যেখানে এই রোগীর চিকিৎসা দেওয়া হয় সেখানে গেলেই বিপদ মুক্ত হওয়া যায়। তিনি বলেন, কুকুর বা অন্যান্য বিষাক্ত প্রাণী কামড় দিলে ক্ষত স্থানে সাবান দিয়ে ১৫-২০ মিনিট ধৌত করতে হবে। এরপর হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। শুধু কুকুর নয়, অন্যান্য প্রাণী কামড় দিলেও জলাতঙ্ক রোগ হতে পারে। তাই সবাইকে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, অতিরিক্ত প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ হাসপাতালের ডা. মাহবুব আলম, উপজেলা প্রাণী সম্পাদক হাসপাতালের ডা. আরিফ মঈনুদ্দিন, চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারহান হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি