বিশ্বনাথে দোকান চুরির ১৭ দিন পর চোরাই ৮টি মোবাইল সহ নারী গ্রেফতার

41
বিশ্বনাথে চোরাই মোবাইল সহ গ্রেফতার হওয়া শাহানা বেগম।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে জুয়েল মোবাইল গার্ডেনে চুরির ১৭দিন পর ৮টি মোবাইল ফোনসেটসহ শাহানা বেগম (৪৪) নামের নারী চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া শাহানা সিলেট নগরীর মজুমদারী এলাকার মৃত ফখরুল ইসলামের স্ত্রী। শুক্রবার রাতে সিলেট শহরের একটি রেষ্টুরেন্ট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় শাহানার কাছ থেকে লাখ টাকা মূল্যের ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে জুয়েল মবোইল গার্ডেনে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ওই নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, আলহেরা মার্কেটে চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ৩ সেপ্টেম্বর বিশ্বনাথ থানার পার্শ্ববর্তি আল-হেরা শপিং সিটির জুয়েল মোবাইল গার্ডেনে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওইদিন দোকানে থাকা নগদ ১লাখ ৫৩ হাজার টাকা, বিদেশী দুইশত পাউন্ড, বেশ কয়েকটি দামি মোবাইল ফোন-সেটসহ প্রায় ১০লাখ টাকার মালামাল নিয়ে যায় চুরের দল। এ ঘটনার পরদিন গত ৪ সেপ্টেম্বর মোবাইল গার্ডেনের মালিক জুলে আহমদ বিশ্বনাথ থানায় একটি চুরির মামলা দায়ের করেন, (মামলা নং ৪)।