মুক্তিরচকে বায়তুল সালেহা জামে মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন

11

সিলেট জেলা আওয়ামীলীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, মসজিদ আল্লাহর পবিত্র ঘর। মুসলমানরা আযান শুনে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। অপরূপা আবাসিক প্রকল্পের সংশ্লিষ্টরা অত্র এলাকায় একটি জামে মসজিদ নির্মাণের উদ্যোগ একটি প্রশংসনীয় কাজ। মসজিদটি নির্মাণ হওয়ার পর অত্র এলাকার মুসল্লিগণ সুন্দর পরিবেশে জামাতে নামাজ আদায় করার সুযোগ পাবেন। তিনি মসজিদ নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
আবু জাহিদ গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান থানা সংলগ্ন মুক্তিরচকে অপরূপা আবাসিক প্রকল্পের বায়তুল সালেহা জামে মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অপরূপা হাউজিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন চন্দ্র পাল, জেলা যুবলীগ নেতা মোঃ শামীম ইকবাল, মুসফিক রিপন, মোঃ কামরুজ্জামান কামরান। উপস্থিত ছিলেন মোঃ জুবায়ের আহমদ, আমিরুল ইসলাম ওয়েছ, সামিউল হক চৌধুরী, কামরুল ইসলাম, আব্দুল খালিক।
অনুষ্ঠানে বায়তুল সালেহা জামে মসজিদ এর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন অপরূপা হাউজিং প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি