মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জন ক্ষোভ চরমে পৌছেছে।
জানা যায়, জগন্নাথপুর-সিলেট ভাঙাচোরা সড়ক মেরামতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা। ১৭ সেপ্টম্বর মঙ্গলবার জগন্নাথপুর থেকে সিলেটের রশিদপুর পর্যন্ত সড়কে পরিবহন ধর্মঘট পালন করা হয়। এতে রীতিমিতো অচল হয়ে পড়ে জগন্নাথপুর। অবশেষে বেলা দেড় টার দিকে বিশ^নাথ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সড়কে মেরামত কাজ শুরু হলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন নেন শ্রমিক নেতারা।
তবে সরজমিনে দেখা যায়, বেলা আড়াই টার দিকে সড়কের ভবের বাজারের পশ্চিম দিকের ব্রিজের সামনে থাকা ভাঙনের গর্তে মালবাহী ট্রাক ধেবে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীবাহী ও মালবাহী সহ শতাধিক গাড়ি। যে কারণে যাত্রীরা গাড়ি থেকে নেমে ভাঙন এলাকা পায়ে হেঁটে চলাচল করেন। তখন গাড়ি চলাচল না করায় বিপাকে পড়ে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন যাত্রী-জনতা।