বাংলাদেশ বেতার ও হিউম্যান রাইটস প্রোগ্রাম, ইউএনডিপি এর যৌথ উদ্যোগে কানেক্টিং ভয়েস অব দা এ্যাথনিক এন্ড এক্সক্লুডেড মাইনরিটিস থ্র রেডিও প্রোগ্রাম শীর্ষক কার্যক্রমের আওতায় সমতল ভূমিতে বসবাসরত দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও জীবন মান উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমাদের কণ্ঠ’ নিয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা গত ৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বেতারের সদর দপ্তর ট্রেনিং কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর সভাপতিত্বে ও উপ পরিচালক দেওয়ান মোহাম্মদ আহসান হাবিব এর পরিচালনায় মতবিনিময় সভায় গারো, সাঁওতাল, হাজং, খাসিয়া, মাহাতো, দলিত ও হরিজন সম্প্রদায়ের যুবনেতার ছাড়াও হিউম্যান রাইটস প্রোগ্রাম, ইউএনডিপির চীপ টেকনিক্যাল অফিসার, সরমিলা রাসূল ও কমিউনিটি ও মাইনোরিটি এক্সপার্ট শংকার পাল, বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি, কমিউনিটি রেডিওর প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মির শাহ অলম বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন গুলোকে যোগ করলে হয় সমাস্টক উন্নয়ন, আর এটাই দেশরে উন্নয়ন। আপনার যারা বিভিন্ন গোষ্ঠির যুবনেতা, আপনাদের প্রতিভার মাধ্যমে আপনাদের নিজকে মূল্যায়িত করতে হবে। আপনি যখন মূল্যায়িত হবেন তখন অঅপনার কমিউনিটি মূল্যায়িত হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে ইউএনডিপি, বাংলদেশ বোতরের সাথে এক যোগে কাজ করার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি