বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় প্রধান, উপমহাদেশীয় বাম রাজনীতির পুরোদা, মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সরকারের উপদেষ্টা, অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, র্যালী, ব্যাজ ধারণ ও শোক সভা গতকাল ২৭ আগষ্ট মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি খুরশেদুল আলমের সভাপতিত্বে এবং সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা অনিল তালুকদার ও জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগরের প্রচার সম্পাদক ফটো সাংবাদিক নাজমুল কবির পাবেল, জেলা মহানগর সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফতাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, ডা. হীরন বিশ্বাস, রামানন্দ দাশ, কৃষ্ণকান্ত সরকার, আশুমোহন ঘোষ, মো: তোতা মিয়া, আব্দুল মজিদ, ধীরেন্দ্র পুরকায়স্থ, পিযুষ তালুকদার, বিজয় দেব, দীপ সরকার লিটন, হারাধন নম, নিশিকান্ত দাশ, সুকেশ মহালদার, আব্দুস সালাম, অলক তালুকদার, অমর, রুনা লায়লা, তপন দাশ, ভৈরব চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বচ্ছ রাজনীতির অধিকারী অধ্যাপক মোজাফফর আহমদ দেশের স্বার্থে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে স্মারণীয় থাকবেন। বঙ্গবন্ধুর আদর্শের সাথে মিল রেখে তিনি বাংলার জনগণের সাথে রাজনীতি করে গেছেন। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। বিজ্ঞপ্তি