ছাতকে কৃষকের খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন

14
ছাতকে কৃষক দুদু মিয়ার খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে কৃষক দুদু মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ছাতক-সিলেট সড়কের ঝাওয়ারখাড়া সেতু সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন চলাকালে সাবেক ইউপি চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে ও আশরাফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ’লীগ নেতা আফতাব উদ্দিন, রফিকুল ইসলাম, আবু বক্কর, ইলিয়াছ আলী, আলা উদ্দিন, নিহত দুদু মিয়ার কন্যা লুবনা বেগম, আমরু মিয়া, জিল¬ুর রহমান, ছাদ মিয়া, লুৎফুর রহমান, ফারুক মিয়া, মাওলানা মানিক মিয়া প্রমুখ। মানবন্ধন শেষে সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিপক্ষের চিহ্নিত সন্ত্রাসীরা নির্মম ভাবে কৃষক দুদু মিয়াকে কুপিয়ে হত্যা করে। অবিলম্বে দুদু মিয়া হত্যাকারিদের গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধন ও মিছিলে মোহনপুর গ্রাম ছাড়াও বেরাজপুর, হাসনাবাদ, লম্বাহাটি, করচখালী, নৌকাকান্দিসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন অংশ নেয়।
উল্লেখ্য, গেল ১৪ আগষ্ট সকালে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ক্ষেতের জমিতে চালচাষ করার সময় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় কৃষক দুদু মিয়া নিহত হয়। পিতাকে বাঁচাতে গিয়ে দু’সহোদরও আহত হয়। পরদিন নিহত দুদু মিয়ার পুত্র খালেদ মিয়া বাদি হয়ে ১৭জনের নাম উল্লে¬খ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোজাহিদ আলী নামে এক আসামিকে পুলিশ গ্রেফতার করলেও মুল আসামিরা এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।