শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোর মিছিল

9
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোক প্রজ্জ্বলন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে নগরীতে আলোর মিছিল বের করা হয়েছে। ৭ জুলাই আলোর মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সমবেত হয়।
আলোর মিছিলে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হক, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. বুরহান, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা মো. জালাল আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এম. এ. কাদির, সাধারণ সম্পাদক জবরুল হোসেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার আহŸায়ক মো. জিল­ুর রহমান, কেন্দ্রীয় কমিটির পক্ষে মনোজ কপালী মিন্টু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর সভাপতি নুর আহমদ কামাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জগলু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আলী আহসান রুবেল, আব্দুস সামাদ, আব্দুল আহাদ, আব্দুল করিম, ইয়াকুব, জুবায়ের আহমদ, কামরান, রাসেল, তানভির, নাজিম, রাকিন, সাইফুল, নাছিম, পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি