ফেরদৌসী খানম রীনা
মেঘ ছাড়া আকাশ হয় না,
চন্দ্র ছাড়া রাত।
চাঁদ ছাড়া জ্যোৎস্না হয় না,
সূর্য ছাড়া প্রভাত।
পরিশ্রম ছাড়া হয় না সাফল্য,
কষ্টের পরেই সুখ,
সাধনার পরেই দেখে সবাই,
সফলতার মুখ।
বৃষ্টির পানি পেলে যেমন,
পাতার রং বদলায়।
সন্তান সুখে থাকে তেমন,
মায়ের ভালোবাসায়।
রাতের আঁধার কাটে যখন,
পাখি ডাকে ভোরে।
গাছে গাছে ফুলে ফুলে সাজে,
বসন্ত যখন আসে।
পানি ছাড়া মাছ বাঁচে না,
হয়রে তার মরণ।
মেঘ ছাড়া বৃষ্টি হয় না,
এটাই কারণ।
জীবন সুন্দর করতে হলে,
পরিশ্রম প্রয়োজন।
চেষ্টাতেই হয় যে সফল,
সকলের জীবন।
বন্যা হলেই হয় যে দুর্যোগ,
থাকে না কিছু করার।
মরুরবুকে বালু আর বালু,
সবই সৃষ্টি আল্লাহর