আব্দুল্লাহ বিন রওহা তুহিন
সবুজ শ্যামল সোনায় ভরা
আমাদের এই দেশ,
বারো মাসে স্বপ্ন দেখায়
রূপের হয়’না শেষ।
আলোর রবি সেজে থাকে
সকাল হলে উঠে,
রবির সাথে ফুলও হেসে
চুপটি করে ফোটে।
ময়না, টিয়া, দোয়েল পাখি
মধুর সুরে গায়,
গ্রীষ্মকালে মজার আমটি
খোকা-খুকি খায়।
আমার দেশে রূপের বাহার
কোথায় পাবে বলো,
সবার চেয়ে আমার দেশেই
অনেক লাগে ভালো।