জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার প্রিয়াংকা পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, এনএসআই কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ডিজিএফআই নিরাপত্তা পরিদর্শক মো. আবুল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত) মো. আরশেদ আলী, বিজিবি কর্মকর্তা সুবেদার মো. কামাল হোসেন, উপজেলা আনসার ভিপিডি কর্মকর্তা ফয়সল আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ।
বক্তাগণ বলেন, আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য সকল প্রকারের সহযোগিতা করা হবে। কোনো পেশীশক্তি ভোট কেন্দ্রে প্রভাব খাটাতে না পারে সে জন্য সর্বদা সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্রে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার মোবাইল ফোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। প্রতি বুথে প্রার্থীর একজনের বেশি এজেন্ট নিয়োগ দেওয়া যাবে না। কোনো প্রার্থী তার নিজ কেন্দ্র ব্যতীত অন্য কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কোনো ভোটার মোবাইল ফোন সাথে নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন না। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণ, গণনা ও ফলাফল শীট উপজেলা কন্ট্রোল রুমে পৌঁছা পর্যন্ত সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হবে।