জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মাহবুব-ই-জামিল বলেছেন, বর্তমান সরকার ইসলামিক ও ধর্ম বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। এতে দেশের জনগণ নিজ নিজ ধর্ম পালনে সুযোগ-সুবিধা ভোগ করতে পারছেন। পবিত্র আল কুরআনের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারাই সুভাগ্যবান। তিনি বলেন, মুসলমান হিসেবে প্রত্যেককে কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। যারা নিঃস্বার্থে পবিত্র কুরআনের প্রশিক্ষণ কার্যক্রমে সাহায্য সহযোগিতা করেন তারাই প্রকৃত আল্লাহ ভীরু।
যুগ্ম সচিব গতকাল ৩ জুন রোববার বাদ জোহর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক পরিচালিত দক্ষিণ সুরমা উপজেলার চান্দাই পীর আব্দুর রশিদ (রঃ) দারুস সুন্নাহ শাখার মাসব্যাপী আল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।
চান্দাই পীর আব্দুর রশিদ (রঃ) দারুস সুন্নাহ শাখার সভাপতি মোঃ মকরম আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক, শাখা নাজিম আব্দুল গফফার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তারা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী মোঃ মনোয়ার হোসেন মনু।
ছাত্রী মাহিদা জান্নাত মাহিমার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে নাতে রসুল পরিবেশন করেন বরকত উল্লাহ মেহেদী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার মনসুর আলী, পাতান মিয়া, তফুর মিয়া, আব্দুল খালিক, সাইফুর রহমান, জিনু মিয়া, সোনা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শমসের আলী। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি