জগন্নাথপুরে জমে উঠেছে ঈদ বাজার, চলছে কেনাকাটার ধুম

21

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে জমে উঠেছে ঈদ বাজার। চারদিকে চলছে কেনাকাটার ধুম। শেষ সময়ে এসে যেন ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। জগন্নাথপুর সদর বাজার সহ উপজেলার প্রতিটি হাট-বাজার লোকে লোকারণ্য হয়ে উঠেছে। কোথাও পা ফেলার ফুসরত নেই। ক্রেতারা দীর্ঘ লাইন দিয়ে কেনাকাটা করছেন। দোকানীরা ক্রেতাদের পছন্দ ও চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কেনাকাটা করতে এসে অনেক ক্রেতা বিপাকে পড়ছেন শিশুদের নিয়ে। পরিবারের সবাইকে যে কোন জামা-কাপড় দিয়ে বুঝানো গেলেও শিশুদের বুঝানো মুশকিল হয়ে পড়েছে। শিশুদের চাহিদা মেটাতে গিয়ে অনেককে বেকায়দার পড়তে দেখা যায়।
অন্য বছরের তুলনায় এবার জগন্নাথপুরে জমজমাট ঈদ উৎসব চলছে। প্রবাসী ও ধনাঢ্য পরিবারের লোকজন আগেই দেশের নামীদামী শপিংমল কিংবা মার্কেটে ঈদের কেনাটাকা শেষ করে দিয়েছেন। বর্তমানে মধ্যম ও নি¤œ আয়ের লোকজন কেনাকাটা করছেন স্থানীয় হাট-বাজারে। যে কারণে ঈদ বাজার জমে উঠেছে। ৩ জুন সোমবার সরজমিনে দেখা যায় জগন্নাথপুর সদর বাজারের ছোট-বড় বিপণী-বিতান গুলোতে মানুষের ঢল নেমেছে। সেই সাথে জমে উঠেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো। গরীব মানুষের শপিংমল হিসেবে পরিচিত ফুটপাতের দোকান গুলোতে ক্রেতাদের ভীড় লেগেই আছে। তাছাড়া জুতা ও কসমেটিকের দোকান গুলোও জমে উঠেছে।